বিশেষ প্রতিনিধি:
মানবিক কাজে সবসময় পাশে থাকার আশা প্রকাশ করেছেন ঢাকা ১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন। তিনি বলেন, ‘মানবিক কাজে আমি সবসময় পাশে আছি।’
শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, ‘স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনটি একটি মানবিক সংগঠন। বিগত দিনে তারা অনেক কল্যাণমূলক কাজ করেছে। এমন মানবিক কাজে আমি সবসময় পাশে আছি।’
এদিকে, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ফেরিওয়ালার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী বলেন, ‘স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনটি সবসময় অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের এমন মানবিক কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যত প্রকার সাহায্য সহযোগিতা করা দরকার, তা করা হবে।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নের ফেরিওয়ালা সংগঠনের সভাপতি মামুন অর রশিদ মামুন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন। আরো ছিলেন বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।