সিনিয়র রিপোর্টার :
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন ,দেশের সাক্ষরতা বৃদ্ধিসহ দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে আলিয়া মাদ্রাসাসমূহ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
মন্ত্রী বলেন, দেশের জাতীয় কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আলীয়া মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়নে সহায়তা করছে।
মহিবুল হাসান চৌধুরী বলেন, নতুন শিক্ষাক্রম চালু কারার অন্যতম লক্ষ্য হলো দক্ষ জনগোষ্ঠী তৈরি করা। এর সাথে ধর্মের কোন বিরোধ নেই। তিনি শিক্ষাক্রম নিয়ে ধর্মীয় উস্কানি বন্ধ করতে মাদ্রাসা শিক্ষকদের ইতিবাচক ভুমিকা রাখার আহ্বান জানান।
মন্ত্রী আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পাঠ্য পুস্তকে যাতে ধর্মীয় বিরোধপূর্ণ কিছু না থাকে সেজন্য ইসলামি শিক্ষাবিদদের নিয়ে একটি প্যালেল গঠন করা হবে যারা কারিকুলাম বশেষজ্ঞদের সাথে কাজ করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মহান আল্লাহর রহমত রয়েছে তাই তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আর এ অগ্রযাত্রায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত সকলেই অন্যদের মত সমান অংশীদার।
মাদ্রাসা শিক্ষকগন পাঠদান এছাও মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন।সমাজে তাদের ব্যাপক প্রভাব রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন মাদ্রাসা শিক্ষক ও ইমামগন তাদের ওয়াজ নসিহতের মাধ্যমে দুর্নীতিমূক্ত সমাজ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে পারেন।
বর্তমান সরকার ইসলামের উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য ইসলামী আরবি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন এ বিশ্ববিদ্যালয় দ্বীন-ইসলামের নানা বিষয় নিয়ে গবেষণা করে ইসলামের কল্যানকামী দিকসমূহকে মানুষের সামনে উপস্থাপন করে ভারসম্যপূর্ণ সমাজ তৈরিতে সহয়তা করতে পারে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলাম শিক্ষার পাশাপাশি ব্যবহারিক আরবি ভাষায় দক্ষতা অর্জন করলে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে উচ্চ বেতনে কাজ করার সুযোগ পাবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আব্দুর রশিদ।