গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বড়ইতলী এলাকায় একটি পটেটোর প্যাকেট না পেয়ে ছোট বোনের সাথে অভিমান করে আপন বড় ভাই আত্নহত্যা করেছে। এঘটনাটি ঘটেছে উপজেলার বড়ইতলী এলাকায় (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী এলাকার অতুল চন্দ্র সাহার ছেলে অঙ্কন চন্দ্র সাহা (১৩)। সে উপজেলার ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী থেকে ৯ম শ্রেনীতে উত্তির্ন হয়ে পড়া লেখা শুরু করে।
জনপ্রতিনিধি, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, অঙ্কন চন্দ্র সাহা বৃহস্পতিবার সকালে তার ছোট বোন কথা চন্দ্র সাহার কাছে একটি পটেটোর প্যাকেট চায়। ওই পটেটো না পেয়ে অভিমান করে বড় ভাই অঙ্কন সাহা। এক পর্যায় অভিমান করে সে তার নিজের ঘরে আড়ার সাথে গলায় কাপড় পেছিয়ে ফাঁসিতে ঝুঁলে পড়ে। টের পেয়ে পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য উজ্জল হোসেন মুঠোফোনে জানান, ছোট বোনের কাছে পটেটো চেয়েছিলেন বড় ভাই অঙ্কন সাহা। ছোট বোন পটেটো না দিলে অভিমান করে ছেলেটি আত্নহত্যা করেছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি গাজীপুর তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।