বিশেষ প্রতিনিধি:
পোশাক শিল্পের প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের জন্য কর্মীদের স্বাস্থ্য এবং শ্রমিকদের চোখের স্বাস্থ্যসেবায় এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং হেলেন কেলার।
শনিবার (১৩ জানুয়ারি) বিজিএমইএ কমপ্লেক্সে সূচনাকারী কর্মশালায় (ইনসেপশন ওয়ার্কশপ) বিজিএমইএ ও হেলেন কেলারের প্রতিনিধিরা চক্ষু পরিচর্যা উদ্যোগ বাস্তবায়নে এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় হেলেন কেলার এবং বিজিএমইএ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
এই অংশীদারিত্বের লক্ষ্য হলো প্রাথমিক চক্ষু পরিচর্যা পরিষেবা প্রদান করা। যার মধ্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা, প্রেসক্রিপশন চশমা এবং জটিল চোখের ব্যাধিগুলোর জন্য রেফারেল।
কর্মশালায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক খাতের কর্মীদের চোখের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে আরো ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এ সময় তিনি বিজিএমইএ ও হেলেন কেলারের সহযোগিতামূলক উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘পোশাক কর্মীদের চোখের যত্ন পরিষেবা প্রদান করা শুধু তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয় নয়। বরং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা, নিরাপত্তা এবং সামগ্রিক কাজের সন্তুষ্টিতে অবদান রাখে।’
কর্মশালায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা আক্তার কিভাবে উন্নত দৃষ্টি, চোখের স্বাস্থ্য সরাসরি উৎপাদনশীলতা ও কাজের মান বৃদ্ধিতে অবদান রাখে তা তুলে ধরে চোখের যত্নে যথাযথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএর স্বাস্থ্য প্রকল্পগুলোর ডিরেক্টর ইন চার্জ নীলা হোসনে আরা, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন সাসটেইনেবিলিটির চেয়ারম্যান শেখ এইচ.এম. মুস্তাফিজ, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন এসডিজির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়াসহ অনেকে।