বিশেষ প্রতিনিধি:
নতুন মন্ত্রিপরিষদে পরিকল্পনা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। বর্তমান মন্ত্রী পরিষদের সবচেয়ে জ্যেষ্ঠতম সদস্যও তিনি।
বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ কে কোন মন্ত্রণালয় পেয়েছে তা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করে।
পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পাওয়া আব্দুস সালাম সেনাবাহিনীর চাকরি শেষে ব্রাজিলের রাষ্ট্রদূত হয়েছিলেন।
জেনারেল সালাম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১৯৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য ছিলেন। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন।
১৯৯৬ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ২০০৮ সালে দলীয় মনোনয়ন পেলেও এরপরের দুই সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবার মনোনয়ন পান।
এবারের নির্বাচনে আবদুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট।
বাংলাদেশের জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, নতুন সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ মন্ত্রী হলেন ৮১ বছরের মেজর আব্দুস সালাম। আর সবচেয়ে নবীন হলেন– মুহিবুল হাসান চৌধুরী নওফেল (৪১)।
আব্দুস সালাম ২৮ ফেব্রুয়ারি ১৯৪২ সালে ময়মনসিংহের নান্দাঈর উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন।