মোঃ ইসমাইল হোসেন,শেরপুর : শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজানের উদ্যোগে চরপক্ষীমারি পোড়াদহ ঢালাই সরদার অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ (ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম মিজান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ জানুয়ারি সারাদেশের মতো শেরপুরেও জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। নির্বাচন ঘিরে উৎসব-উদ্দীপনার পাশাপাশি ছড়িয়ে পড়ছে উত্তাপ-সহিংসতা। ভোটের দিন যতই কাছে আসছে, ততই সহিংসতাও বাড়ছে। মূলত নৌকা ও ‘আওয়ামী’ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী-সমর্থকরা ছড়াচ্ছেন উত্তাপ। এমন অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে শঙ্কায় আছেন অনেকে। আপনারা কোন মারামারি সহিংসতা করবেন না।যাকে মন চায় তাকে ভোট দিবেন, নির্বাচনের জন্য নিজেদের ভিতরে কোন কলহ ধন্দে জরাবেন না।
এ সময় উপস্থিত ছিলেন যুব নেতা সম্রাট, সাত্তার, বকুল, আজমত আলি মেম্বার সহ স্থানীয় এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।