শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ছয় হাজার কোটি টাকা খেলাপি ঋণ, শিল্পপতি রতন গ্রেপ্তার
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ৭:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ঋণখেলাপি নুর জাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা কালের কণ্ঠকে বলেন, জহির আহমদ রতনকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা রয়েছে। তাকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, প্রায় ছয় হাজার কোটি টাকার শীর্ষ ঋণখেলাপি নুর জাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতন। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জের ভোগ্য পণ্য ব্যবসা করতেন। তিনি অগ্রণী, জনতা, কমার্স ও সাউথ ইষ্ট ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকার ঋণ নিয়েছিলেন।

তার বিরুদ্ধে প্রায় ২০-৩০টি মামলা চলমান রয়েছে। অর্থঋণ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন।

কোতোয়ালী থানা ও চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের শীর্ষস্থানীয় ভোগ্য পণ্য ব্যবসায়ী জহির আহমেদ রতন খাতুনগঞ্জে ভোগ্য পণ্যেরে ব্যবসা করতেন। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে নূরজাহান গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের নামে কয়েক হাজার কোটি টাকা ঋণ নেন।

ওই সময়ে চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় জমি কিনে সেখানে দেশের অন্যতম বৃহৎ ভোজ্যতেল পরিশোধন কারখানাও স্থাপন করে নূরজাহান গ্রুপ। পণ্য আমদানির পর ব্যাংকের দায় পরিশোধ না করে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, জমি ক্রয়, ভোগবিলাস ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জাতীয় সংসদে তালিকাভুক্ত দেশের শীর্ষ ঋণখেলাপির তালিকায় নাম লিখিয়েছেন জহির আহমেদ রতন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page