সিনিয়র রিপোর্টার:
২০২২-২৩ কর বছরে রিয়েল এস্টেট বিভাগে সমগ্র বাংলাদেশে সেরা (১ম) করদাতা সম্মাননা পেয়েছে স্বদেশ প্রপার্টিস লিমিটেড। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে জাতীয় ট্যাক্স কার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্বদেশ প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক মো. ফারসাদ উদ্দিন এই সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড গ্রহণ করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এতে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত এক গেজেটে মনোনীতদের তালিকা প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শাখায় ১১টিসহ মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেরা করদাতার নাম প্রকাশ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আজ এসব করদাতাদের প্রত্যেককে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড দেওয়া হয়।
রিয়েল এস্টেট ক্যাটাগরিতে স্বদেশ প্রপার্টিস লিমিটেড ছাড়াও একই ক্যাটাগরিতে জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছে শান্তা হোল্ডিংস লিমিটেড এবং এডব্লিউআর ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেড।