বিজয়ের উল্লাস

কবি- শাহজালাল সুজন:
খোকা গেছে যুদ্ধ করতে
সালাম করে মাকে,
মায়ের চোখে ঘুম আসেনা
রাত্রি জেগে থাকে,
চারিদিকে গুলির শব্দে
ডরে মায়ে কাঁপে,
নিরব কান্না বুকে রেখে
বিষন্ন মন তাপে,
বীরের বেশে গেছে যুদ্ধে
আসবে কবে ফিরে,
বিজয় মালা দিবো গলে
স্বপ্ন চোখে ঘিরে।
ফুল রেখেছি টবের জলে
গাথবো মালা ফুলে,
মায়ের দোয়া প্রভুর কাছে
বিছায় গুছা চুলে।
দরজাতে উঁকি মেরে
বারে বারে দেখে,
জয়ের নিশান আনবে খোকা
বিজয় উল্লাস মেখে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category