বিশেষ প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্ণধার, কমিশনার হাবিবুর রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে পাশে থাকার ঘোষণা দিয়েছেন। মানবিক ও সৃষ্টিশীল কর্মদিয়ে দেশ বিদেশে খ্যাতি কুড়ানো এই জনপ্রিয় পুলিশ কর্মকর্তা ইতোমধ্যেই সমাজ্যতম দুটি গোষ্ঠী বেদে ও হিজরাদের জীবনমান পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিকরে ব্যাপক সাড়া ফেলেছেন। কমিশনার হাবিবুর রহমান একজন দায়িত্বশীল সরকারি শীর্ষ কর্মকর্তা হওয়া সত্বেও বরাবরই নিজেকে একজন সমাজসেবক, পৃষ্ঠপোষক ও সৃষ্টিশীল মানুষ হিসবে স্বাক্ষর রেখে চলছেন। গতানুগতিক পুলিশিং এর বাইরেও তিনি জনসেবা ও জন সম্পৃক্ততার মাধ্যমে পুলিকে জনগনের দোরগোড়ায় নিয়ে এসেছেন তার অভিনব কৌশল ও মেধা দিয়ে। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি ও কর্মসংস্থান সৃষ্টির উপরে আলোকপাত করেছেন।
গতকাল ডিএমপির প্রধান কার্যালয়ে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজকরা জনপ্রিয় সংগঠন DDF এর প্রতিষ্ঠাতা হেদায়েতুল আজিজ ( মুন্না) তার উপদেষ্টা পরিষদ ও হুইলে চেয়ার খেলোয়াড়দের নিয়ে কমিশনার সাথে তার ( কমিশনার) , র কার্যালয়ে সাক্ষাত ও একটি গোলটেবিল বৈঠক করেন।
এসময় কমিশনার হাবিবুর রহমান প্রতিবন্ধিদের সাথে কুশল বিনিময় সহ সকলের সুবিধা অসুবিধার খোজ খবর নেওয়া সহ ভবিষ্যতে এই সম্প্রদায়ের কল্যানে করনীয় নিয়ে মতবিনিময় ও গঠনমূলক দিকনির্দেশনা দেন।
উল্লেখ : এসময় নৌ পুলিশের স্বনামধন্য ডিআইজি মিজানুর রহমান, যুব মহিলা লীগের সুপরিচিত নেত্রী তানিয়া হক সোভা ও তরুন সংগঠক সাইমন হোসাইন সাইফ সংগঠনটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন।