রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
বন্দরে গ্যাসের দাবিতে মাহমুদনগর এলাকাবাসীর মানববন্ধন 
/ ৫৭ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ন

নূর এ আজাদ,নারায়নগঞ্জ:

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড মাহমুদনগর এলাকাবাসী গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেন।

১১ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২০ নং ওয়ার্ড এলাকাবাসী ব্যানারে মাহমুদনগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় তিন বছর যাবত আমাদের এলাকায় কোন গ্যাস নেই গ্যাসের জন্য খুবই কষ্ট হচ্ছে অথচ নিয়মিত গ্যাস বিল প্রদানের পরও আমরা গ্যাস পাচ্ছি না। বিষয়টি খুব দু:খ জনক। গ্যাস সংকটের কারনে চরম অসুবিধার মধ্যে রয়েছে বন্দরবাসী। আজ দুঃখের বিষয় বলতে হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের চরম উদাসীনতার কারণে বন্দর থানায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান ও স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব শাহেনশাহ’র জরুরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। নারায়নগঞ্জ মিডিয়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু’র সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে সভাপতিত্ব করেন মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির।

মানববন্ধনে বক্তব্য রাখেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা মাহমুদনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান সেক্রেটারি, ওয়ালিদ উল্লাহ, নাসির আহমেদ শিপন, মো. জসিম উদ্দিন, শিউলী বেগম, নূরজাহান বেগম, ফাতেমা বেগম, কহিনূর বেগম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মো. সফিকুল ইসলাম, কামাল হোসেন, দুলাল হোসেন,বায়োজিদ ইসলাম, দীল মোহাম্মদ, আমান হোসেন, মো. রাসেল, অন্তর, নারী-পুরুষ সহ অত্র এলাকার সর্বস্তরের জনগণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page