নূর এ আজাদ, নারায়নগঞ্জ করেসপন্ডেন্ট:
২৭ নভেম্বর সোমবার আনুমানিক রাত ৯ টায় নিজ বাসা থেকে কাঁচপুর যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীর কবলে পড়েন সাংবাদিক মনির হোসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের রামনগর এলাকার মৃত আকবর হোসেন’র ছেলে দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক মো. মনির হোসেন নিজ বাড়ি থেকে কাঁচপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে নয়াপাড়া বিসিক শিল্প এলাকার সামনে পৌঁছালে হঠাৎ তার রিক্সাটি দু’জন মোটরসাইকেল আরোহী তার পথ অনুসরণ করতে থাকা পেশাদার ছিনতাইকারী সাংবাদিক মনির হোসেনের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, মোবাইলটি নিতে না পেরে তাহাকে রিক্শা থেকে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে, এক পর্যায়ে সাথে থাকা অপর ছিনতাইকারি রিক্শাটি ধাক্কা দিয়ে সাংবাদিক মনির হোসেন’র উপর ফেলে দেয়। এতে সাংবাদিক মুনিরের দুটি পায়ের দুটি হাড় ভেঙ্গে যায়। একটি পায়ে অপারেশন করে রড লাগানো হয়েছে এবং অপর পা টি প্লাষ্টার ব্যান্ডেজ করা হয়। বর্তমানে সাংবাদিক মনির হোসেন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, এই এলাকার এই রাস্তাটি দিয়ে অহরহ এমন ছিনতাই এর ঘটনা ঘটছে। হাইওয়ে রোডের পুলিশ ক্যাম্পের সামনে এবং বিসিক শিল্প এলাকায় কিভাবে এত ঘন ঘন ছিনতাই হচ্ছে পুলিশের নাকের ডগায়। তাহলে এটা কি ছিনতাই এর অভয়ারণ্য হয়ে গেছে, নাকি পুলিশ নীরব ভূমিকা পালন করছে। পুলিশের নীরব ভূমিকার কারণেই ছিনতাইকারীরা বীরদর্পে এখানে ছিনতাই করছে।