শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
রংপুর- ৪ আসনে মানুষের পাশে থাকতে চায় – ব্যারিষ্টার আনোয়ার 
/ ১০৫ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৫:৫৮ পূর্বাহ্ন

সাইদুল ইসলাম, রংপুর :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন থেকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য বানিজ্যমন্ত্রী টিপু মুনশি,রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, ব্যারিষ্টার আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ এবং এ্যাডভোকেট রফিক হাছনাই। তবে কে হচ্ছেন নৌকার মাঝি। এমন প্রশ্ন নির্বাচনী এলাকার নেতাকর্মীরাসহ সর্বস্তরে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে। ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যেও। আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তরে রংপুর বিভাগের মনোনয়ন বিক্রির সাথে জড়িত মনোয়ারুল ইসলাম মাসুদ এ তথ্য জানান।

রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা ও কাউনিয়ায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পীরগাছার

ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৪৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ২০ জন। মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ২২৩ জন। তৃতীয় লিঙ্গের দুজন। কাউনিয়া উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১৩৯৮ জন। পুরুষ ভোটার ৯৮ হাজার ৭৭৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন।

রংপুর-৪ আসনটি গোটা রংপুর বিভাগের মধ্যে অন্যতম বলে এ আসনের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে গোটা রংপুরের মানুষের মাঝে এক ধরনের কৌতহল রয়েছে। ফলে এ আসনটি ঘিরে রয়েছে শিল্পপতি প্রার্থীদের দৌড়ঝাপ। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে এই আসনে কে হচ্ছেন নৌকার কান্ডারী সেই হিসেব-নিকেশ করতে ব্যস্ত নেতাকর্মীরাসহ সাধারণ ভোটাররা।

 

বয়সে তরুণ ব্যারিস্টার আনোয়ার বলেন, আমি রংপুর ৪ আসনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page