সিনিয়র রিপোর্টার,ঢাকা: রেনিউয়েবল এনার্জি এন্ড অ্যান্ড এনার্জি এফিশিয়েন্সি প্রোগ্রাম (রিপ টু বাংলাদেশ ও জার্মান সরকারের একটি কারিগরি সহায়তা প্রকল্প)। এই প্রকল্পের সমাপনী কর্মশালা আয়োজিত হয় আজ।
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সাথে যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে জিআইজেড বাংলাদেশ।
রিপ টু নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সংরক্ষণ বিষয়ক জাতীয় লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য স্রেডা এবং অন্যান্য অংশীদারদের মাঝে সমন্বয় উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর পরিচালনার মাধ্যমে ন্যাশনাল এনার্জি এফিশিয়েন্সি এন্ড কনজারভেশন মাস্টার প্ল্যান ২০৩০ এর বাস্তবায়নে সহায়তা এবং নেট মিটারিং গাইডলাইন এর আওতায় রুফটপ সোলারের বিস্তারের জন্য সরকারকে কারিগরি সহায়তা প্রদান করার লক্ষ্যে নিয়ে এগিয়েছে।
জ্বালানি সচেতন সমাজ গঠনের জন্য নাগরিকদের স্বতঃস্ফূর্ত যোগদান জরুরি। এই বিষয়টিতে যথাযথ গুরুত্ব দিয়ে স্রেডা অন্যান্য অংশীদারদের সাথে শুরু করেছে সাশ্রয় জ্বালানি, সমৃদ্ধ আগামী নামক সচেতনামূলক প্রচারাভিযান। এই কার্যক্রমের আওতায় বিভিন্ন পর্যায়ে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, শিল্পখাতের প্রতিনিধি, গ্রামীণ জ্বালানি ব্যবহারকারী সহ সর্বস্তরের জনগণকে জ্বালানি সংরক্ষণের বাচ্চাটি দেওয়া হয় বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ, প্রতিযোগিতা, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ক্যাম্পেইন ইত্যাদির মাধ্যমে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত হয় দেশের প্রথম টেকসই জ্বালানি আইডিয়া চ্যালেঞ্জ।২০১৯ সালে আয়োজিত হয় প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনেরজি এফিশিয়েন্সি এন্ড কনজারভেশন অ্যাওয়ারনেস।রিপ টুর কারিগরি সহয়তায় স্রেডা স্থাপন করেছে ন্যাশনাল সোলার হেলপ ডেসক। আশা করা যায় দেশে রুফটপ সোলার তথা নবায়নযোগ্য জ্বালানি বিস্তারে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাপনী কর্মশালায় এই অর্জন গুলো তুলে ধরা হয় এবং এই প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার উপর আলোকপাত করা হয়।
স্রেডা ২০২১ পরবর্তী যাত্রা শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন জনাব আনারুল ইসলাম সিকদার এনডিসি,সাবেক চেয়ারম্যান স্রেডা, ডক্টর এম নুরুল ইসলাম সাবেক প্রফেসর, বুয়েট, জনাব মোহাম্মদ আব্দুর রউফ মিয়া, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনাব আবদুল্লাহ হিল রাকিব পরিচালক, বিজিএমইএ, জনাব দীপাল চন্দ্র বড়ুয়া সভাপতি বিএসআরএম এবং ড. অ্যাঞ্জেলা ফেলেডারম্যান, কান্ট্রি ডিরেক্টর, জিআইজেড, বাংলাদেশ।
এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন প্রকৌশলী জনাব মোহাম্মদ হোসেন, মহাপরিচালক, পাওয়া সেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব নসরুল হামিদ এমপি, প্রতিমন্ত্রি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি ভিডিওচিত্র এই ভিডিওতে প্রতিমন্ত্রী দেশের নাগরিকদের জ্বালানি সচেতন হয়ে ওঠার জন্য আহ্বান জানিয়েছেন।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেছেন জনাব ফাতেমা ইয়াসমিন সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জনাব মোঃ হাবিবুর রহমান সচিব, বিদ্যুৎ বিভাগ এবং সম্মানিত জার্মান রাষ্ট্রদূত আকিম তোয়েসতর।
এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব মোঃ আলাউদ্দিন,চেয়ারম্যান।