রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
নেতাকর্মী নিহত: বুধবার সিলেট বিভাগ ও কিশোরগঞ্জে হরতালের ডাক
/ ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:অবরোধ চলাকালে তিন নেতাকর্মী নিহতের ঘটনায় সিলেট বিভাগের চার জেলা ও কিশোরগঞ্জে হরতালের ডাক দিয়েছে বিএনপি।কিশোরগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়েছে।অপরদিকে দক্ষিণ সুরমায় যুবদল নেতা নিহতের প্রতিবাদে বুধবার সিলেট বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে বলে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ জানান।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, “অবরোধের সমর্থনে মঙ্গলবার কুলিয়ারচরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালায়। এতে ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া ও উপজেলা ছাত্রদলের সভাপতি রেফায়েত উল্লাহ নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় দুই শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।”অপরদিকে সিলেটে মঙ্গলবার নিহত যুবদল নেতা জিলু আহমদ দিলু (৪০) গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেছে বিএনপি। তার মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।অবরোধ চলাকালে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দিলুর মৃত্যু হয়েছে বলে দাবি পুলিশের।অপরদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দিলুকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে আহত করা হয়; পরে নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page