মোঃ সাইদুর রহমান, ময়মনসিংহ :
আজ (০৯/১০) বেলা ১২ টার দিকে কেন্দ্রীয় নেতার আগমনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও বর্তমান এমপি গ্রুপের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়। নান্দাইল উপজেলা পরিষদের সামনে ঘন্টা দেড়েক মতো দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া । উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে মুখামুখি সংঘর্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে।
উপজেলা হলরুমে সাবেক মন্ত্রী পরিষদ সচিব, আওয়ামী লীগের নিবার্চন পরিচালনার কো- চেয়ারম্যান কবির বিন আনোয়ার “স্মার্ট বাংলাদেশ দ্যা ডিল অনলাইন ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে ০৯/১০/২৩ তারিখে অংশগ্রহণ করার কথা ছিল। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন উপজেলা হলরুমে সমস্ত উপজেলার নেতাকর্মীদের একত্রিত করেছিলেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনারে পাশে একত্রিত হয়। এক পর্যায়ে দু পক্ষই মারমুখী হয়ে, সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বেশ কয়েকটা টিয়ার সেল নিরপেক্ষ করেন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়ার বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্যই টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।
নান্দাইল সদর হাসপাতালের ডাঃ মাহফুজুর বলেন, এ পযর্ন্ত ৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন তার মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল পাঠানো হয়েছে, একজন এ হাসপাতালে ভর্তি আছেন। তারমধ্যে ৮ জন ছাত্রীর মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর ২ জনকে ময়মনসিংহ মেডিকেল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হযেছে। নান্দাইল পাইল্ট উচ্চ বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক মোবাইলে ছাত্রী আহতের সত্যতা স্বীকার করেছেন।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেছেন, আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে কবির বিন আনোয়ার এর সাথে সাক্ষাতের অপেক্ষারত ছিলাম। এমন সময় অতর্কিত ভাবে এমপির লোকজন আমাদের উপর হামলা চালায়। অপরপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।
পৌর এলাকা থমথমে অবস্থা বিরাজমান।