নিজস্ব প্র্রতিবেদক: ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- এমন পরিস্থিতি তৈরিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সুদৃঢ় সমন্বয়ে নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয় সেজন্য নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। তিনি বলেন, অংশগ্রহণমূলক মানে যেখানে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে আসেন।
বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আশা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার কাছ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।