বিশেষ প্রতিনিধি :
ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মত আয়োজিত বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
অনুষ্ঠান রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের
সবচেয়ে বড় এ স্কোয়াশ টুর্নামেন্টে এবারও আগের দুইবারের মতোই মূল টুর্নামেন্টের অন্তর্ভুক্ত ছিলো দেশ বিদেশের
প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও নবীন খেলোয়ারদের অংশগ্রহণে
মোট তিনটি টুর্নামেন্ট। ইস্পাহানির সৌজন্যে ২০২১ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে।
গত ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও
সফলভাবে আয়োজন করলো আরো একটি পি.এস.এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৫’। পি.এস.এ বা প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। ইস্পাহানি নিবেদিত ‘বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট’-এর পি.এস.এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৫’ এ বাংলাদেশের সেরা ছয়জন পুরুষ খেলোয়াড়রা খেলেছেন নেদারল্যান্ডস,মিশর, ইরান, কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলংকার খেলোয়াড়দের সাথে।
পাশাপাশি মেয়েদের জন্যে আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ১৪জন নারী খেলোয়াড় খেলেছেন ‘মালয়েশিয়া ও শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড়দের সাথে। এছাড়াও নবীন খেলোয়াড়দের জন্যে আয়োজিত ‘৩য় বাংলাদেশ যুব স্কোয়াশ প্রতিযোগীতা ২০২৩’-এ অনূর্ধ ১৭ ক্যাটাগরির অর্ধশতাধিক পুরুষ ও নারী খেলোয়াড় অংশগ্রহণ করেছে। এ টুর্নামেন্টের চ্যালেঞ্জ ট্যুর-এর খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে গুলশান ক্লাবে এবং স্যাটেলাইট ট্যুর ও যুব স্কোয়াশ
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে।
ইস্পাহানি নিবেদিত ‘বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট’ ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান
সেল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি জনাব ফারুক খান
এনপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটশ ফেডারেশনের সহ-সভাপতি ও ইস্পাহানি
গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ফেডারেশনের সহ-সভাপতি রাশেদ চৌধুরী ও ইরশাদ হোসেন এবং গুলশান ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার
জেনারেল জি এম কামরুল ইসলাম (অবঃ)-সহ ফেডারেশন ও গুলশান ক্লাবের নির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ,
গ্রুপের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সংবাদিকবৃন্দ, এবং দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়গণ।
মির্জা সালমান ইস্পাহানি তাঁর শুভেচ্ছা বক্তব্যে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং টুর্নামেন্টের
পৃষ্ঠপোষকতা করতে পারায় আয়োজকদের ধন্যবাদ দেন। তিনি বাংলাদেশের স্কোয়াশ খেলার প্রচার-প্রসারে ও উন্নয়নে
সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন এইচ এম ফজলে রাব্বি ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং
ইস্পাহানি টি লিমিটেড।
উল্লেখ্য যে, বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। বিগত বছরগুলোতেও
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত ইস্পাহানি নিবেদিত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট’ সহ
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের অন্যান্য টুর্নামেন্টেরও পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। এছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।