সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর:
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় আসন্ন শারদীয়া দুর্গা পূজা ২০২৩ উপলক্ষে কাউলিবেড়া কাজী বাড়ীতে ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন থানার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমার পরিচয় আমরা বাঙালী। আমাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যে মানুষটি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমরা তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় দেখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই, আবারও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় ড. যশোদা জীবন দেবনাথ তার নিজস্ব ফান্ড থেকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ৯৭টি মন্দিরে সিসি ক্যামেরা ক্রয় করার জন্য ২ লক্ষ নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং আগামীতে কাজী জাফর উল্লাহ নির্বাচিত হলে তার ব্যক্তিগত ফান্ড থেকে ভাংগা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি মন্দিরে একটি করে মডেল মন্দির করে দেওয়ার আশ্বস্ত করেন। এছাড়া আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় সমস্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সহ ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন এবং সাধারণ সম্পাদক আকরামুজ্জামান (রাজা), উপজেলা শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সী এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী প্রমুখ।