ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কোভিড-19 মোকাবিলায় করোনা ভাইরাস বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলি, চলাচলে বিধি নিষেধ আরোপের ফলে যেসব কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় রয়েছে সে সকল অসহায় ও দুস্থ ১হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে উপজেলার সরকারি এস.এম.পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অবঃ) এমপি।
এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম মুশুরীর ডাল, ৫০০ গ্রাম চিনি, ১ কেজি পেয়াজ ও এক প্যাকেট সেমাই দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উ-দৌলা খান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, বাঞ্ছারামপুর মডেল থানা ওসি রাজু আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, বাঞ্ছারামপুর পৌর মেয়র মো. তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহামেদ, সাধারন সম্পাদক আলাউদ্দিন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।