দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির ফুলেল শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি:
দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত দৈনিক বাংলা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ডিএমপির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ষাটের দশকে বাঙালি জাতি যখন তার স্বাধিকার আন্দোলনে উজ্জীবিত, সে সময় সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হলেও ২০২২ সালের ৪ সেপ্টেম্বর ‘দৈনিক বাংলা’ নামে পত্রিকাটি নবরূপে আত্মপ্রকাশ করে।
এর আগে বিকাল ৪টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে দৈনিক বাংলার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এসময় পত্রিকাটির প্রকাশক ড. চৌধুরী নাফিজ সরাফাত ও ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাতসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।