শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজন মিডিয়া কম্পিটিশন-২০২৩
/ ৪৩ Time View
Update : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

আরবান শিশুদের যাপনের অধিকার সুনিশ্চতে গৃহীত পদক্ষেপগুলিকে নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজন করে মিডিয়া কম্পিটিশন ২০২৩। এই প্রতিযোগিতায় প্রিস্ট ও অনলাইন মিডিয়া বিভাগে দৈনিক প্রথম আলোর নাজনীন আকতার এবং ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে এটিএন বাংলার মো. শরফুল আলম বিজয়ী হয়েছেন।

প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিভাগে প্রথম ও দ্বিতীয় রানার আপ হলেন দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদা পারভেজ ছন্দা ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফয়সাল খান। এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক জাকিয়া আকতার ও চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা।

শনিবার দুপুরে লেকশোর হোটেল গুলশানের লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত সম্মননা প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের অর্থ পুরস্কার,সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান,ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, অতিরিক্ত সচিব মো: মনোয়ার হোসেন, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদের।

এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্যরা হলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা, নেক্সাস
টেলিভিশনের প্রধান নির্বাহী সালাউদ্দিন লাভলু ও যোগাযোগ বিশেষজ্ঞ শাহানা হুদা রঞ্জনা। তাঁদের বিবেচনায় ‘স্কুলে অমৃত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষতি বিষয়ক রিপোর্টের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর নাজনীন আকতার। এছাড়া দুই রানার আপ হয়েছেন ‘হারিয়ে যাচ্ছে মাঠ, চার দেয়ালে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবেদনের জন্য ছন্দা ও ‘দখলমুক্ত মাঠেও খেলতে মানা প্রতিবেদনের জন্য ফয়সাল।

অন্যদিকে ভ্রান্ত ধারণা ও প্রয়োজনীয় উপকরণেরর অভাবে ব্যাহত হচ্ছে প্রজনন স্বাস্থ্যসেবা’ শিরোনামের রিপোর্ট মো. শরফুল আলমকে শ্রেষ্ঠত্বের সম্মান এনে দিয়েছে। অন্যদিকে দুই রানার নির্বাচিত হন জাকিয়া ও জিনিয়া যথাক্রমে ‘বায়ু দূষণ’ ও ‘দেশে বাড়ছে বাল্যবিবাহ’ রিপোর্টের জন্য।

এই মনোজ্ঞ অনুষ্ঠান শুরু হয় ওয়ার্ল্ড ভিশনের শিশুদের নাচ আর শিশু ও যুব ফোরামের ছেলেমেয়েদের নাটিকা দিয়ে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড অপারেশনের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা।


এই ওয়ার্ল্ড ভিশন ও তাদের এই আয়োজনের নানা দিক নিয়ে তৈরি অডিও-ভিজুয়াল উপস্থাপনার আগে এই প্রতিযোগিতার সার্বিক বিষয়ে বিস্তারিত জানান ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩-এর প্রকল্প সমন্বয়ক শেখ সাইফুর রহমান।

উল্লেখ্য, এ বছরের ১৪ মে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ‘মিডিয়া কম্পিটিশন ২০২৩-এর ঘোষণা দেয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। রিপোর্ট জমা নেওয়া হয় ২০ জুলাই পর্যন্ত।

এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব বর্তায় ব্র্যান্ড কার্টের উপর। সুষ্ঠু ও সফল আয়োজনে এই প্রতিযোগিতা সুসম্পন্ন করতে সক্ষম হয়েছে ব্র্যাড কার্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page