রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
তারেকের ৯, জোবাইদার ৩ বছরের কারাদণ্ড
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৩:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বুধবার এ রায় দেন। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এ টাকা না দিলে আরো তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে তারেক রহমানকে। আর জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দিয়েছেন এ বিচারিক আদালত। তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা। এ জরিমানা পরিশোধ না করলে আরো এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে জোবাইদাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page