বিশেষ প্রতিনিধি:
বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতের বহুমুখীকরণ এবং স্মার্ট কর্মসংসস্থানের পথ দেখিয়ে দেশেজুড়ে অর্ধলক্ষাধিক অংশগ্রহণকারীর মধ্য দিয়ে রবিবার দুই দিনের বাংলাদেশ বিপিও সম্মেলন শেষ হয়েছে । সাত বিভাগ শেষে রাজধানী রাজধানীর রূপসী বাংলায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের বাইরে ১৫টি স্টলে নিজেদের সেবা তুলে ধরার পাশাপাশি ফ্রেশ গ্র্যাজ্যুয়েটদের সিভি গ্রহণ করে বাক্কো সদস্যভূক্ত প্রতিষ্ঠানগুলো।
এছাড়াও দুই দিনে ৯টি সেমিনারে উঠে আসে প্রান্ত থেকে বিশ্ব জয়ের অন্যতম খাত হিসেবে বিশ্বে বাংলাদেশের বিপিও খাতকে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত হলো সমাপনীতে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এআই আসলেও ভীত হওয়ার কোনো কারণ নেই। কেননা, যে রোবট কাজ করবে তা আমাদেরই দেশের মানষুরাই তৈরি করবে। প্রযুক্তি মানুষের কাজ বিলুপ্ত করবে, তা হবে না।
মন্ত্রী বলেন, বাংলাদেশে যে প্রান্তে যে গ্রামে গ্রামে আপনারা ডিজিটাল সংযোগ চান আমরা দিতো দিতে পারবো। বাক্কো খুব কনজারভেটিভ হিসাব করেছে। তাই তারা সামনের চার বছরে যে প্রবৃদ্ধির হিসাব করেছে তা ছোট হয়েছে। আপনারা যদি কেবল মানব সম্পদ গড়তে পারেন তবে পুরো পৃথিবী হাতের মুঠোয়ে চলে আসবে। তবে আপনা আপনি সব হবে না। নিজেদের উদ্যোগ নিয়ে করতে হবে।
এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, গাজীপুরের হাইটেক পার্কে এই কলসেন্টার চালু করে বাক্কো। ইনক্লুসিভ উন্ননের জন্য আইসিটির পক্ষ থেকে ২৫ হাজার নারীকে উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সরকারি সেবাগুলো কাগজহীন ও স্বয়ক্রিয় করে শহর-গ্রাম; ধনী-দরিদ্র এবং নারী-পুরুষ সকলের ব্যবধান দূর করে একটি অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ে তুলবো। এ জন্য আসন্ন দ্বাদশ নির্বাচনে তারুণ্যের ভোটে সেই সুযোগ করে দিতে সকলকে অনুরোধ করবো।
এই অনুষ্ঠানে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন, জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকার ৯টিসহ দেশজুড়ে বিভাগীয় পর্যায়ের মোট সেমিনার অনুষ্ঠিত হয় ১৬টি। এছাড়াও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের জন্য অনুষ্ঠিত হয় কর্মশালা। এছাড়াও গত মে থেকে শুরু হওয়া বিপিও সামিটে মোট ৮০০০ এর বেশি সিভি জমা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সামিটে অংশগ্রহণ করে প্রায় ৬০ লক্ষ নেটিজেন।
অংশগ্রহণকারী ও অংশীজনদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ।
সমাপনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
অনুষ্ঠানে সম্মেলন আয়োজনে সংশ্লিষ্টদের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন মন্ত্রী।