রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ওয়াটারএইডের আয়োজনে ঢাকায় পাবলিক স্যানিটেশন বিষয়ে দক্ষিণ এশীয় অংশীজনদের নিয়ে গোলটেবিল বৈঠক
/ ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৫:৪৪ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

ওয়াটারএইড, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া (এএসসিআই), বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিম্বারলি-ক্লার্কের যৌথ উদ্যোগে আজ রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান এক্সচেঞ্জ
অন পাবলিক স্যানিটেশন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক।

বৈঠকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও অংশীজনরা পাবলিক স্যানিটেশন বিষয়ে সচেতনতা নিয়ে তাদের অভিজ্ঞতা ও ভাবনা
তুলে ধরেন; পাশাপাশি, মত বিনিময়কালে তারা কোন বিষয়গুলোতে পরিবর্তন আনা প্রয়োজন সে বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তানে স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় বহুদিন ধরেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব দেশে স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সমস্যা নিয়ে সরকার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন,
বিভিন্ন বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে; তবে, স্থানস্বল্পতা ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের পাশাপাশি দ্রুত নগরায়ণ এ-সংশ্লিষ্ট ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে প্রতিকূলতা তৈরি করছে,
ফলে পাবলিক স্যানিটেশন নিয়ে সঙ্কট ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য বিষয়ে আলোকপাত করে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় ও অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অব ইন্ডিয়া এই গোলটেবিল বৈঠকের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে গণ-শৌচাগার নিয়ে কাজ করার ক্ষেত্রে গুরুত্বারোপ করে। এ বিষয়ে বাংলাদেশ, নেপাল ও ভারতের এই খাতের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ, ঢাকা সিটি কর্পোরেশন ও কাঠমান্ডু মেট্রোপলিটান সিটি অফিসের প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য বক্তা নিজেদের মধ্যে মতামত, ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

 

গোলটেবিল আলোচনা ও প্রদর্শনীতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন প্রধান অতিথি আতিকুল ইসলাম, মাননীয় মেয়র,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; মোঃ আকবর হোসেন, উপসচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ; ডাঃ মোঃ খায়রুল ইসলাম,আঞ্চলিক পরিচালক, দক্ষিণ এশিয়া, ওয়াটারএইড; হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড বাংলাদেশ; প্রফেসর ভি.শ্রীনিবাস চারি, পরিচালক, সেন্টার ফর আরবান গভর্নেন্স, এনভায়রনমেন্ট, এনার্জি, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট; ড.এম স্নেহলতা, সহযোগী অধ্যাপক, এএসসিআই-সহ আরো অনেকে। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এই
গোল টেবিল বৈঠক সঞ্চালনা করেন।

এছাড়াও আয়োজনে প্রদর্শনীর মাধ্যমে পাবলিক স্যানিটেশনকে কেন্দ্র করে সাম্প্রতিক বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করা হয়।


প্রদর্শনীতে ওএন্ডএম মডেলস (বাংলাদেশ), সোশ্যাল এন্টারপ্রাইজ (বাংলাদেশ), সোশ্যাল অডিট (ভারত), ইনোভেশন প্রজেক্টস (ভারত), এবং বাস ট্যুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন (নেপাল) তুলে ধরে হয়। এ সময় প্রতিনিধি এবং অংশীজনেরা পাবলিক টয়লেট, কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণ, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব, এবং উদ্ভাবন এবং পর্যবেক্ষণের জন্য অন্তর্ভুক্তির
বিষয়ভিত্তিক উপাদানসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page