বিশেষ প্রতিনিধি:
ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের তিনে থেকে অনায়াসে বিশ্বকাপের টিকিট বহু আগেই কেটে রেখেছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে ওয়ানডেতে জয়ের ধারা অব্যাহত থাকলেও সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দেখতে হয়েছে হার। ভারতের মাটিতে বিশ্বআসর শুরুর আগে লাল-সবুজের দলের জন্য যেটি সতর্কবার্তা। দুর্বলতা খুঁজে বের করতে পারাকে অবশ্য ইতিবাচক হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্নটাই দলের থাকবে বললেন টাইগারদের তারকা অলরাউন্ডার।
রাজধানীর একটি হোটেলে সোমবার রাতে মেয়েদের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণার জন্য আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে মেয়েদের ফুটবল বিশ্বআসরটি। অনুষ্ঠানে অতিথি ছিলেন টাইগারদের জাতীয় দল তারকা মিরাজ। সেখানেই খুলে দেন দল ও আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে মনের দুয়ার।
বাংলাদেশের মেয়েরা একদিন বিশ্বকাপ ফুটবলে খেলবে, সেই আশার বাণীও শোনালেন মিরাজ। হাসিমাখা মুখে জানালেন, তার প্রিয় দল ব্রাজিল। ফুটবল নিয়ে নানা কথার মাঝে অবধারিতভাবেই ছুটে গেল ক্রিকেট ঘিরে প্রশ্ন। প্রথমে কিছুটা দোটানা মন দেখালেও দ্রুতই দিতে শুরু করেন সাবলীল সব উত্তর।
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে স্বপ্নটা কতদূর? ২৫ বর্ষী মিরাজ বললেন, ‘অবশ্যই স্বপ্ন তো সবসময় থাকে। বিশ্বকাপে ভালো ফলাফল করাটা আমাদের অনেক বড় স্বপ্ন। ভালো ফল মানে বলতে পারেন আমরা কোন পজিশনে খেলব বা আমরা কীভাবে খেলব। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। এখন আমাদের বিশ্বকাপে শুধু পারফর্ম করতে হবে। কারণ আমরা কখনো ট্রফি জিতিনি। আমাদের স্বপ্ন অবশ্যই ট্রফি জেতা থাকবে।’
আফগানিস্তানকে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করলেও টাইগাররা ওয়ানডে সিরিজে হেরেছে। সামনে রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর। ওয়ানডে সিরিজ হারের পরও বিষয়টির ভেতর ইতিবাচক দিকই খুঁজে পাচ্ছেন মিরাজ।
‘আমাদের যে দুর্বলতাগুলো ছিল, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এটা আমাদের খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক। কারণ আমরা জানছি কোন জায়গায় উন্নতি করতে হবে। যেহেতু সামনে বড় সিরিজ আছে, চ্যালেঞ্জ আছে। আফগানিস্তানকে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে মোকাবিলা করতে হবে। আমরা ওদের সাথে কীভাবে খেলব, সেজন্য দ্রুত প্রস্তুত হতে পারব। আমাদের সামনে অনেক সময় আছে।’
টি-টুয়েন্টিতে ভালো দল হয়ে না উঠতে পারার সমালোচনা বহুকাল বয়ে বেড়িয়েছে টিম টাইগার্স। পাল্টাতে শুরু করেছে চিত্রটা। ক্রিকেটারদের শরীরী ভাষায় এসেছে পরিবর্তন। নিয়মিত জিতছে ম্যাচ ও সিরিজ।
সংক্ষিপ্ত ফরম্যাটে সাফল্যের এই চাবিকাঠি নিয়ে টাইগার অলরাউন্ডারের কথা, ‘সবাই যেভাবে বলছিল, আমাদের পাওয়ার হিটার নেই কিংবা ফাস্ট ক্রিকেট খেলতে পারছে না। এরকম অনেক কথা আমরা শুনেছি। বিশ্বকাপের পর থেকে আধিপত্য দেখিয়ে টি-টুয়েন্টি ক্রিকেট খেলছি। তারপর অনেক তরুণ খেলোয়াড় এসেছে। তারা অবদান রাখছে। সার্বিকভাবে সবাই ভালো ক্রিকেট খেলেছে। আগে থেকে প্রস্তুতি ভালো ছিল। এজন্য আরও ভালো হচ্ছে।’
‘এরআগে আমাদের টি-টুয়েন্টি দল নিয়ে অনেকে অনেক কথা বলেছে। আমাদের দল হয়তো ভালো করছিল না। তরুণ দল হয়েছে বা দলে পারফর্মার নেই। এখন সেসব বলার সুযোগ নেই। সবাই পারফর্ম করছে, ভালো করছে। সময় দিতে হবে। একজন খেলোয়াড়কে যখন সময় দেবেন, সবকিছুর সংযুক্তি ঠিক থাকবে। সবকিছু যদি গুছিয়ে নিয়ে আসেন, তাহলে একটা ফলাফল আসবে। আমাদের টি-টুয়েন্টি বলেন, ওয়ানডে দল বলেন, এমনকি টেস্ট দলও বলেন, এখন যেভাবে চলছে তাতে আমরা একটা প্যাকেজের ভেতর এসেছি। সবাই দিক-নির্দেশনা ভালোভাবে কাজে লাগাচ্ছে। সবাই নিজের নিজস্ব পারফরম্যান্স নিয়ে অনেকবেশি সচেতন।’
‘ভালো একটা সিরিজ গেল আমাদের। আমরা জিতলাম। হোমে আমরা ভালো টি-টুয়েন্টি দল হয়ে উঠছি। অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলছি। শেষ টি-টুয়েন্টিতে আমরা যেভাবে আধিপত্য দেখিয়ে জিতেছি, নিশ্চয় আমাদের দলকে কৃতিত্ব দিতে হবে। কারণ আফগানিস্তানের বিশ্বমানের বোলার আছে। ওদের বিপক্ষে যেভাবে আধিপত্য দেখিয়ে খেলেছি, তাতে প্রত্যেকটা খেলোয়াড় আলাদা আত্মবিশ্বাস দেবে। ইংল্যান্ডকে কিন্তু হোয়াইটওয়াশ করেছি। এই সিরিজে হোয়াইটওয়াশ করেছি।’
মাসব্যাপী টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলাদেশের মেয়েদের ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে নেয়া হয়েছে এমন উদ্যোগ।
আইস্ক্রিনের পাশাপাশি টি-স্পোর্টস ও গাজী টিভি সব খেলা সরাসরি দেখাবে। অনলাইন প্ল্যাটফর্মে টি-স্পোর্টস অ্যাপ ও র্যাবিটহোল বিডিতেও সব ম্যাচ দেখা যাবে। দুই সেমিফাইনাল ও ফাইনাল সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখানোর সম্প্রচার সত্ত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা।
মেয়েদের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বের আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও খেলোয়াড়বৃন্দ, চলচ্চিত্র ও নাট্যজগতের স্বনামধন্য শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।বিশ্বকাপের পর্দা উঠছে ২০ জুলাই। ৩২ দলের আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।