বিশেষ প্রতিনিধি,গাজীপুর হতে:
গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষনার্থী মায়েদের সুবিধার্থে একটি চাইল্ড কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। আজ ৯ জুলাই, রবিবার গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর, বিশ্বের অন্যতম শিশুকল্যাণ সংস্থা সেভ দ্য চিলড্রেন, যুব নেতৃত্বাধীন উন্নয়নমূলক সংস্থা দ্য আর্থ এবং দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড এর যৌথ উদ্যোগে চাইল্ড কেয়ার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাইল্ড কেয়ার সেন্টারটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, দ্য আর্থ এর চেয়ারম্যান মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন (অবঃ) এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি বলেন, “আমি মনে করি গাজীপুরের যুবনারীদের জন্য এই চাইল্ড কেয়ার সেন্টার একটি আশীর্বাদ। নারীরা এই চাইল্ড কেয়ারের মাধ্যমে নিশ্চিন্তে তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে নির্বিঘ্নে মনোনিবেশ করতে পারবে এবং তাদের শিশুরা এই চাইল্ড কেয়ার সেন্টারের মাধ্যমে মনোরম পরিবেশে বেড়ে উঠবে।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ বলেন, “নিজেদের সংসার এবং সন্তান সামলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গড়ে তোলা তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। অনেকেই পরিবারের চাপে তাড়াতাড়ি বিবাহ এবং সন্তান জন্মদান ইত্যাদি কারণে নিজেদের স্বপ্নগুলো ধূলিসাৎ হওয়াকেই মেনে নেয়, মানিয়ে নিতে বাধ্য হয়। নারীদের এসব সমস্যার লাঘবেই যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মমুখী মায়েদের সুবিধার্থে এই শিশুযত্ন কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুযত্ন কেন্দ্রে মায়েরা তাদের শিশু-সন্তানদেরকে রেখে নিশ্চিন্তে প্রশিক্ষণ নিতে পারবে।”
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আজহারুল ইসলাম খান বলেন, “আমরা বর্তমানে শুধুমাত্র গাজীপুরে এই চাইল্ড কেয়ার সেন্টার গঠন করেছি তবে আমাদের এই প্রকল্প অব্যাহত থাকবে। মোট ২০টি উপজেলায় আমরা চাইল্ড কেয়ার সেন্টার গঠনের পরিকল্পনা করেছি। আমি আশা করছি খুব শীঘ্রই আমরা সবগুলো চাইল্ড কেয়ার সেন্টার এর কার্যক্রম শুরু করতে সক্ষম হবো।”
১৯৮১ সালে এ দেশের তরুণ-যুবাদের উন্নয়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। সৃষ্ঠিলগ্ন হতে অদ্যবধি যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুবসমাজের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।