রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৩:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার দেশে কুরবানির ঈদ উদযাপিত হবে। ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের বদলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে। সেক্ষেত্রে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জামাত হবে।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭.৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

কত সংখ্যক মানুষ নামাজে অংশ নিতে পারবেন জানতে চাইলে আবু নাসের বলেন, ঈদগাহের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন।

এদিকে প্রতি বছরের মত এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে, যার প্রথমটি হবে সকাল ৭টায়।

এররপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় হবে চারটি জামাত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page