রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
ব্রেকিং দ্য সাইলেন্স-এর আয়োজনে “ ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের জাতীয় পর্যায়ে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত
/ ৭৩ Time View
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩, ৬:৪৫ পূর্বাহ্ন

 

বিশেষ প্রতিনিধি:

ব্রেকিং দ্য সাইলেন্স-এর আয়োজনে অক্সফ্যাম ইন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহায়তায় “ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট জাস্টিস” প্রকল্পের জাতীয় পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা আয়োজন করে। অনুষ্ঠানটি শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম এ মান্নান এমপি, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাসমিমা হোসেন, সভাপতি ব্রেকিং দ্য সাইলেন্স।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তপন কুমার বিশ্বাস, পরিচালক (অতিরিক্ত সচিব) এনজিও ব্যুরো এবং ইশরাত শায়লা, ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টও অক্সফ্যাম ইন বাংলাদেশ। বিশেষজ্ঞ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসতিয়াক উদ্দীন আহমেদ, অবসর প্রাপ্ত প্রধান বনসংরক্ষক, বন বিভাগ, বনশ্রী নিয়োগী, ডিরেক্টর-প্রোগ্রাম, মানুষের জন্য ফাউন্ডেশন, ড: অনন্য রায়হান, সিইও-ইনফোলাডি সোশ্যাল এন্টারপ্রাইজ এবং ড: দিলারা জাহিদ, ডিরেক্টর-ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। উক্ত প্রকল্পটি ফেব্রুয়ারী ২০২৩ হতে জুন ২০২৩ পর্যন্ত কক্সবাজার জেলার মহেশখালী এবং চকরিয়া উপজেলা, খুলনা জেলার কয়রা উপজেলা,সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং আশাশুনি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু আন্দোলনের মাধ্যমে স্থানীয় ইকোসিস্টেম পুনরুদ্ধার এবং গ্রীন বিজনেস/ সবুজ ব্যবসার বিস্তার ঘটানো।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। প্রকল্পের উদ্দেশ্য অর্জন নিশ্চিত করার লক্ষ্যে, প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে সকল অংশীজন ও এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার জন্য প্রস্তাব করা হয়। পাশাপাশি এতদসংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ব্যাপারেও মতামত ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page