শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
সিরিজ বোমা হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন রেজা গ্রেপ্তার : র‌্যাব
/ ৪৫ Time View
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১২:১০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তুহিন রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রেজা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক ছিলেন। পলাতক অবস্থায় ভিডিও এডিটর হিসেবে কাজ নিয়েছেন ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

সিরিজ বোমা হামলায় ঝিনাইদহ জেলায় দায়ের করা মামলায় রেজা ১০ নম্বর আসামি। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ নম্বর অভিযুক্ত মোহন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র‌্যাব।

কর্নেল আরিফ জানান, সিরিজ বোমা হামলায় সারা দেশের মতো ঝিনাইদহের ডিসি অফিস, জজ কোর্টসহ কয়েকটি এলাকায় একই সময়ে জেএমবি কর্তৃক সিরিজ বোমা হামলা ঘটানো হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা হয়। ঝিনাইদহে সংঘটিত ওই বোমা হামলার ঘটনায় মোট ২১ জন জড়িত মর্মে ২০০৫ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

তিনি বলেন, মামলাটি ঝিনাইদহের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার শেষে অভিযুক্ত ২১ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে আসামিরা মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে বিজ্ঞ আদালত অভিযোগপত্র পুনর্বিবেচনার মাধ্যমে ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এবং সাত আসামিকে খালাস দেন।

পরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালানো শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত ১৪ আসামির মধ্যে ১২ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিয়েছে। পলাতক দুজনের মধ্যে বৃহস্পতিবার রাতে তুহিন রেজাকে তেজগাঁও রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ নম্বর অভিযুক্ত মোহন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

র‌্যাব জানায়, তুহিন রেজা ২০০৪ সালে জেএমবির ঝিনাইদহ সদর শাখায় সদস্য হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি এ শাখার জঙ্গি কার্যক্রমে যুক্ত হন। বোমা হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে এসে ঝিনাইদহ সদরে জঙ্গি ক্যাম্পে কিছুদিন লুকিয়ে থাকেন। এরপর তাদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে কিছুদিনের মধ্যে আসামি রেজা পালিয়ে ঢাকায় চলে আসেন। প্রথমে যাত্রাবাড়ী পরে খিলগাঁও, উত্তরা, মহাখালীসহ বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে বসবাস করেন। ২০২১ সাল থেকে রেজা তেজগাঁওয়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং সেখান থেকেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। ওই দিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রাজধানী ঢাকার ৩৪টি স্পটসহ সর্বমোট ৪৫০টি স্পটে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটান জেএমবির জঙ্গিরা। আধা ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ বোমা হামলায় দুজন নিহত এবং ২ শতাধিক মানুষ আহত হন। একযোগে এ হামলার মাধ্যমে বাংলাদেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করেছিলেন জেএমবির সদস্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page