মোঃ মোক্তাদ হোসেন :
করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান লকডাউন বা কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বিধিনিষেধর মধ্যেও শিল্পনগরী গাজীপুরের করোনা পরিস্থিতি দিনদিন আরও বদ্ধি পাচ্ছে। সংক্রমণ রোধে কালিয়াকৈর থানা পুলিশ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মসজিদে মসজিদে সতর্ক বার্তা পাঠিয়েছে।
শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে জুমার নামাজের খুতবার আগে থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত মুসল্লীদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ ও অহেতুক বাড়ির বাহিরে বের না হওয়ার অনুরোধ করেন। এসময় তারা স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি বিধিনিষেধ অমান্য করার ক্ষেত্রে কঠোর হুশিয়ারি দেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী উপজেলার লতিফপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে খুদবার আগে মুসল্লীদের উদ্দেশ্য বলেন, আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না। যদিও বের হন সেক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে চলবেন। অপ্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলে অথবা দোকানে আড্ডা দিলে তাকে গ্রেপ্তার হতে হবে। একই সঙ্গে জরিমানাও দিতে হবে।
তিনি আরও বলেন, আপনারা প্রচুর পরিমাণ ভিটামিন জাতীয় খাবার বিশেষভাবে ফলমূল খাবেন। আপনার বাসার আশেপাশে দরিদ্র কিংবা অসুস্থ লোকের সন্ধান পেলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রয়োজনে আমাদের জানাবেন। জ্বর কিংবা ঠান্ডার মতো অসুখ হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিবেন।