বিশেষ প্রতিনিধি:
- ঢাকার আইসিসিবিতে আয়োজিত বাগ এন্ড কিচেন এক্সপোতে স্বনামধন্য লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস-এর নতুন হাইড্রোপিউরিফিকেশন সমৃদ্ধ স্মার্ট সিংকের তত উদ্বোধন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির হেড অফ ইন্টেরিয়র আর্কিটেকচার অ্যান্ড আর্কিটেকচার ডিপার্টমেন্ট, আর্কিটেক্ট করানা সামিয়া আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুইস এর সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিশেষ অতিথিবৃন্দ।
লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সর্বাধুনিক বাপওয়্যার এবং কিচেনওয়্যার সংক্রান্ত সবকিছুই রয়েছে সুইস্ এ। সুইস এর ৬টি ফ্ল্যাগশিপ স্টোর আছে কুড়িল, বনানী, হাতিরপুল, উত্তরা,বাংলামোটর এবং চট্টগ্রামের কাজীর দেউড়ীতে।
এর আগে রোসা ২য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের চেয়ারম্যান লুৎফল করিম, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আরিফ, পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান, আকিজবসির গ্রুপের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান, রোসা’র ব্র্যান্ড প্রধান গোলাম
রাব্বানী, ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাফিউল ইসলাম বাবু, বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান ও এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স এর জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম।
উল্লেখ্য, ওয়েম বাংলাদেশ ২০১২ সাল থেকে দেশি-বিদেশি ইভেন্ট আয়োজন করে। সবসময় ওয়েম নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশে প্রথম হেলথ অ্যান্ড বিউটি, সিরামিক, ফুড অ্যান্ড হসপিটালিটিস মেলার সফল আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবার রোসা ২য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৩ আয়োজন করছে প্রতিষ্ঠানটি।