মোঃ মোক্তাদ হোসেন: গাজীপুরের কালিয়াকৈরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় পূর্বের উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও কাজী হাফিজুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : মনোয়ার হোসেন চৌধুরীসহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, চন্দ্রা চেকপোস্ট ফরেস্ট অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন চেয়ারম্যান ও কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুধী সমাজ।
নতুন ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের ছাত্র জীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজে থেকে এসএসসি ও এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ৩৩ তম বিসিএস ক্যাডার। সর্বশেষ এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঢাকা জেলার আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। তিনি পূ্র্বের কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বৃহস্পতিবার (১ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করলেন। নবাগত ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন ও কাজী হাফিজুল অামিনকে বিদায়ী শুভেচ্ছা জানান।বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসাবে যোগদান করেছেন।