নিজস্ব প্রতিবেদক :
ঢাকার কেরানীগঞ্জ থেকে মডেল থানাধীন ঝাউচর এলাকা থেকে গাঁজাসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ মে) কেরানীগঞ্জ মডেল থানাধীন ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭ কেজি গাঁজা, ছয়টি মোবাইলফোন ও নগদ ১ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন-হাসিব ওরফে মোয়াজ (২৭), মো. সজিব (২৪), মো. বাবু (২৮), মো. ইলিয়াস (২৫), মো. শুভ হোসেন (২০), মো. শহিদুল ইসলাম (২৪) ও মো. ইয়াসিন (১৯)।
বৃহস্পতিবার (১১ মে) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি জানান, কুমিল্লার হোমনা এলাকা থেকে একটি মাদক কারবারি চক্র বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে আসার খবর পেয়ে র্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানাধীন ঝাউচর এলাকায় অবস্থান করে। পরে বৃহস্পতিবার (১১ মে) সকালে মাদক কারবারি চক্রটি ওই এলাকায় পৌঁছালে র্যাব-১০ এর অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৪৭ কেজি গাঁজাসহ ৭ কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।