গাজীপুরের কালিয়াকৈরে উওর হিজলতলী গ্রামের মোঃআতিকুর রহমানের প্রতিবন্ধী মেয়ে আতিয়া রহমান (৪২)। জন্মগত ভাবে প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী মেয়ে সহ পিতা ও মাতা খুবই কষ্টে জীবন যাপন করছে। পিতা আতিকুর রহমান ইট ভাটায় কাজ করে ও মা লাভলী আতিক গৃহিনী। বাড়িতে শুধু মাএ দুই শতাংশ জমিতে তাদের বসবাস। পিতার প্রতিবন্ধী মেয়েকে চিকিৎসার খরচ চালিয়ে দুই মোটো ভাত খাওয়াটা অনেক কষ্টের। প্রতিবন্ধী মেয়ে শুধু মাএ উপজেলা সমাজসেবা অফিস হতে সরকারী ভাতা পাই প্রতিমাসে ৮৫০ টাকা । এছাড়া কোন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোন সাহায্য পায় না। কেই দয়া করে সহযোগিতা করতে চাইলে পরিবারটি বাঁচতে পারবে, আল- আরাফাহ ইসলামী ব্যাংক কালিয়াকৈর শাখা, মিসেস লাভলী আতিক, একাউন্ট নং – ১৩৮১১২০০১০৫১৪ ।
প্রতিবন্ধীর মা ও বাবা জানান, মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছি, খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। যদি কোন ব্যক্তি আমার প্রতিবন্ধী মেয়ে সহ আমার পরিবারকে সাহায্য করে তাহলে উপকৃত হতাম।
সূএাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান হোসেন জানান, আমার ইউনিয়ন পরিষদে পক্ষ থেকে ১৫ টাকা কেজি চাউলের কার্ড করে দিতে পারব। অন্যকোন সহযোগিতা বর্তমানে নাই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জনান,ইতিমধ্যেই তাকে সুবর্ণ নাগরিক পরিচয় পএ প্রদান করা হয়েছে । যদি কোন প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবার কোন ব্যাবসা ও দোকান করতে চাই তাহলে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত, সুদ মুক্ত ক্ষুদ্রঋণ দেওয়া যাবে।