গাজীপুরের কালিয়াকৈর শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা -২০২৩, র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আজ সকালে উপজেলা চত্তরে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার , প্রকল্প বাস্তবায়ন অফিসার, সারওয়ার আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার, জাকির হোসেন মোল্লা, যুব উন্নয়ন অফিসার, মোঃ রহমতুল্লাহ, চাপাইর বিবি হাই স্কুলের প্রধান শিক্ষক, তোফাজ্জল হোসেন, ভাষা শহিদ আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, সাবেক ফুটবলার আশরাফুল আলম জুয়েলসহ অন্যান্যরা। বক্তারা বলেন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শারিরীক সুস্থতা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন। ফুটবল, ক্রিকেট, ভলিবল,কাবাড়ির পাশাপাশি দৌড়,হাই জাম্প, লং জাম্প, চাকতি নিক্ষেপসহ সকল খেলায় অংশগ্রহন করতে হবে।