শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
চীনসহ ৪ দেশ থেকে ভারতে আগতদের আরটি-পিসিআর বাধ্যতামূলক হচ্ছে
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৯:০৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: চীন, জাপান, উত্তর কোরিয়া, হংকং ও তাইওয়ান থেকে ভারতে আগত ব্যক্তিদের করোনার নমুনা পরীক্ষা (আরটি-পিসিআর) বাধ্যতামূলক করছে ভারত সরকার। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় এমনটি জানিয়েছেন। খবর: টাইমস অব ইন্ডিয়া ও এএনআই’র।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় বলেছেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেশি এমন দেশ চিহ্নিত করা হবে। সেখান থেকে যারা ভারতে আসবেন তাদের (কোভিড-১৯) আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে। তারপর আসতে হবে।’

ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যাত্রীদের একটি সরকারি ওয়েবসাইটে তাদের করোনার প্রতিবেদন আপলোড করতে হবে এবং ভারতের নামার সময় থার্মাল স্ক্রিনিং করতে হবে।’

ভারতের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ওইসব দেশ থেকে ভারতে পৌছানোর পর কারও উপসর্গ দেখা দিলে বা করোনা পজিটিভ হলে কোয়ারেন্টাইন পালন করতে হবে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে ভারত সরকার বিভিন্ন রাজ্যে নতুন ভ্যারিয়্যান্ট শনাক্তে পরীক্ষা বাড়ানোর নির্দেশনা দিয়েছিল। একইসঙ্গে চীন ও বিশ্বের অন্যান্য অংশে করোনার সংক্রমণ বাড়ার কথা উল্লেখ করে সবাইকে মাস্ক পরার আহ্বান জানায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page