রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ম্যারাথন দৌড়ে দেশি-বিদেশি ৫৭১জন প্রতিযোগী অংশ গ্রহণ
/ ৩১১ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৯:৩৭ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল রেসপন্স টিমের (এসআরটি) আয়োজনে চীন-জাপান-ভারতের ৯ জনসহ ৫৭১ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন। আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এসআরটির সমন্বয়কারী মোঃ জোবায়ের হোসেন বলেন, ‘২১ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ১৭১ জন প্রতিযোগী, ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন ২০০ জন প্রতিযোগী ও ৫ কিলোমিটার ম্যারাথনে ২০০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেন। এ সময় ১১০ জন স্বেচ্ছাসেবী সার্বিকভাবে সহযোগিতা করেন।

ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসআরটির প্রধান সমন্বয়কারী মোঃ তুহিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুন্নবী আকন্দ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page