কোনাবাড়িতে ঝুট ব্যবসা কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মতিন নামে এক ঝুট ব্যবসায়ি ও তার দুই শ্যালক কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একই এলাকার মঞ্জু সরকার, বিপ্লব সরকার,পরশ নামে তিন ঝুট ব্যবসায়ির বিরুদ্ধে। রবিবার সকালে ঝুট ব্যবসায়ি আব্দুল মতিন প্রাইভেটকার দিয়ে তার ঝুটের গোডাউনে আসার পথে দা, লাঠি, লোহার রড, নিয়ে প্রাইভেট কার থামিয়ে গতিরোধ করে মঞ্জু সরকার, বিপ্লব সরকার, পরশসহ আরো ৩/৪ জন। পরে কোন কিছু বুঝার আগে আব্দুল মতিন কে বেধড়ক মারধর করতে থাকে তারা। এই সময় আব্দুল মতিনের ব্যাগে থাকা ব্যবসা বাবদ ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বিপ্লব সরকার। এ ঘটনা শুনে আব্দুল মতিনের দুই শ্যালক আব্দুল্লাহ ও শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে আসলে তাদের কেউ বেধরক মারধর করে। এক পর্যায় মঞ্জু সরকার আব্দুল মতিনের শ্যালক আব্দুলাহ কে রড দিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থলে গুরুতর আহত হয় আবদুল্লাহ। তাদের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের সবাই কে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মতিন।