রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
গাজীপুরে অধিগ্রহণের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল।
/ ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৭:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে অধিগ্রহণের জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার মাথৈল এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসি এ মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবদুল আলিম, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান প্রমুখ।

আন্দোলনে অংশ নেয়া ক্ষতিগ্রস্তরা জানান, কালিগঞ্জ থানার মঠবাড়ি মৌজায় পূর্বাচলের ৪০০/২৩০ কেভি , বিদ্যুৎ উপকেন্দ্র নির্মানের নামে জমি অধিগ্রহণ করা হয়।  জমির বর্তমান বাজার মূল্য অনেক বেশি থাকলেও সে অনুযায়ী  ওই জমির মূল্য পাচ্ছেন না তারা। এ ব্যাপারে  হাইকোর্টের আদেশ ক্ষতিগ্রস্থ ভূমি মালিক গনের পক্ষে থাকলেও তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে এর আগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সমস্যা সমাধান হয়নি। তাই আন্দোলনে নামতে হয়েছে বলে দাবি বক্তাদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page