রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
কালিয়াকৈরে টিলা কেটে মাটি পাচার জনদুর্ভোগ চরমে
/ ৩২৪ Time View
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ২:৫২ অপরাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গোলয়া এলাকায় অবৈধভাবে টিলা কেটে মাটি পাচারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও মাটি পাচারের ফলে ওই এলাকার নির্মাণাধীন কুন্দাঘাটা-বোয়ালী সড়কটির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বোয়ালী ইউনিয়নের গোলয়া বটতলা এলাকার বাসিন্দা বিধানের মালিকানাধীন সবুজ বনায়ন করা একটি টিলা রয়েছে।ওই টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে নির্বিঘ্নে স্থানীয় মিল-কারখানায় পাচার করছে। ড্রাম ট্রাকে ভর্তি করে নির্মাণাধীন ওই সড়ক দিয়ে মটিপাচার করায় সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হচ্ছে। এতে এলাকাবাসীর যাতায়াত ও মালামালে পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার স্থানীয় লোকজন অবৈধভাবে মাটি কাটা বন্ধ ও সড়কটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যাপারে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আফজাল হোসেন জানান, বিষয়টি নিয়ে এর আগে তাদের নিষেধ করা হয়েছে। কিন্তু তারা নিষেধ উপেক্ষা করে পুনরায় মাটি খনন করছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page