রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে পৃথক স্থানে ২লাশ উদ্ধার
/ ৩৩৫ Time View
Update : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন


গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ পৃথক স্থান থেকে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিড়বাড়ি গ্রাম থেকে অজ্ঞাত যুবক(৩০)এর ঝুলন্ত মরদহে উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এর অগে বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দকে উপজেলার গোসিংগা ইউনিয়নের দড়িখোজেখানি গ্রাম থেকে মো.আরিফুল ইসলাম (৪৫)এর ঝুলান্ত মরদেহ উদ্ধার করে। নিহতআরিফুল জামাল পুর সদরের বাসীন্দা। তিনি ওই গ্রামে শশুরবাড়িতে থেকে অটোরিক্সা চালাতো।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অজ্ঞাত যুবককে দূর্বৃত্তরা অন্যত্র হত্যা করে মরদেহ টেপির বাড়ি গ্রামের সিরাজুল ইসলামের লিচু গাছে ঝুলিয়ে রেখে ছিল। অপর আরিফুল গজারী গাছের উঁচু ঢালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। থানায় পৃথক মামলা হয়েছে।

তেলিহাটি ইউনিঢয়ন পরিষদে মেম্বার মো. আফছার উদ্দিন জানান, এলাকা বাসী শুক্রবার সকালে স্থানীয় সিরাজুল ইসলামের লিচু বাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবরদিলেপুলিশ এসে ওই মরদেহ উদ্ধার করে। তার পরিচয় পাওেয়া যায়নি। মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, অজ্ঞাত যুবকের মরদেহ গলায় কাপড় পেচিয়ে ঝুলিয়ে রাখা হয়। হাঁটু মাটিতে লাগানো ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হয় অজ্ঞাত
দূবৃত্তরা ওই যুবককে অন্যত্র হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

অপর দিকে বৃহসপতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটারদিকে পুলিশ উপজেলার গোসিংগা ইউনিয়নের দড়িখোজেখানী গ্রাম থেকে আরিফুল এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। স্বজনরা জানান, বুধবার(২৮সেপ্টেম্বর) রাতে আরিফুল বাড়িথেকে নিখোঁজ হন। দিনভর স্বজনরা তার সন্ধান করতে পারেনি। বৃহসপাতবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা ওই গ্রামের জঙ্গলে উঁচু গজারী গাছের ঢালে আরিফের মরদেহ ঝুলতে দেখে ।
খবর পয়ে পুলিশ সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের দাবী, আরিফুলের সংসারে প্রচন্ড অভাব ছিলো। স্ত্রী সন্তানদের ঠিক মতো খাবার রদিতে পারতো না। স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো। অভাবের কারণেই সে আত্মহত্যার পথ বেছেনেয়।

শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান আরো বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তি আইনগত
ব্যবস্থা প্রকৃয়াধিন আছে।
অপর দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের ইসমাইল মৃধার লিচু বাগানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহটির বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যাক্তিটিকে অন্য কোথাও হত্যা করে এখানে ঝুলিয়ে গেছে আত্মহত্যা বলে চালিয়ে দিতে। পরিচয় সনাক্ত ও রহস্য উদঘাটনে ঘটনাস্থল পরিদর্শনসহ কাজ করেছেন পিবিআই ও সিআইডি সহ পুলিশের একাধিক টিম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page