রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
শিক্ষা দিবস উপলক্ষে বাঘাইছড়ির সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
/ ৩১৩ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৬ অপরাহ্ন

আজ ১৭ সেপ্টেম্বর ২০২২ শিক্ষা দিবস উপলক্ষে “পাঠ্যপুস্তকে খণ্ডিত ও দায়ছাড়া গোছের পরিচিতি নয়, সকল জাতিসত্তা সম্পর্কে প্রকৃত ধারণা লাভে সহায়ক বিবরণ চাই” এই শ্লোগানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।

কর্মসূচির ব্যানারে আরো লেখা ছিল “নিজেদের আবাসভূমি ও প্রকৃতি-পরিবেশ রক্ষার্থে আমরাও ভূমিকা রাখতে পারি; যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ফেলবেন না”।

সকাল ৯টায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা ও স্থানীয় ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ।

‘বাঘাইছড়ি উপজেলার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সাজেক ইউনিয়নের বাঘাইহাট, উজো বাজার ও করল্যাছড়ি এবং বঙ্গলতলী ইউনিয়নে জারুলছড়ি দোকান, বটতলা ও করেঙাতলী বাজারে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আর মাচলং বাজার এলাকায় “মাচলং সচেতন এলাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বাঘাইহাট বাজার, উজো বাজার, মাচলং বাজার, করেঙাতলী বাজার, দোকানপাট ও বাড়ির আশে-পাশে প্লাস্টিক বর্জ্যসহ আবর্জনা কুঁড়িয়ে পরিষ্কার করা হয় এবং সেসব আবর্জনা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

কর্মূসূচিতে এলাকার শিক্ষার্থী ও জনসাধারণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page