বলে কৌশলে ব্যাংকের রিসিপশনে বসে অত্র মামলার ভিকটিমসহ অন্যান্য চাকুরী প্রত্যাশীদের বিভিন্ন দিন ও তারিখে ভাইভা পরীক্ষা নিয়েছে। এছাড়াও, আসামীদের ব্যবহৃত WhatsApp চ্যাটিং হিস্ট্রিতে প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ, ব্যাংকে চাকুরী, বদলি, পদোন্নতি, বিভিন্ন নিয়োগসহ একাধিক প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।
গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে, সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম পিপিএম-সেবা এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মিরপুর মডেল থানায় দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা একর্মকর্তা।