গাজীপুরের কালিয়াকৈরে শনিবার রাতে খাড়া জোড়া এলাকার ফায়ার সার্ভিসের সামনে সাভার পরিবহনের একটি বাস হতে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করে থানা পুলিশ।
শিশুটি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার খোর্দ্দা জোনাইল এলাকার মোঃ সোহাগ মিয়ার ছেলে রেদওয়ান আহমেদ নূর (৬) । বর্তমানে তারা ঢাকা জেলার সাভারের আশুলিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।
শিশুটি মুখে তেমন কিছু বলতে না পারায় বিপাকে পড়েন কালিয়াকৈর থানার পুলিশ।
পরে এ অবস্থায় কালিয়াকৈর থানার ওসি মোঃ আকবর আলী খান বুদ্ধিমত্তার সাথে তার ব্যক্তিগত প্রচেষ্টায় পার্শ্ববর্তী সকল থানায় ফোন করেন। তারপরও কোন প্রকার খোঁজ না পেয়ে নারী ও শিশু হেল্প ডেক্স এর অফিসার কে সারা বাংলাদেশের সকল থানায় ফোন করা সহ বেতার বার্তা পাঠানোর নির্দেশ দেন।
শিশুটির পিতা-মাতা হন্য হয়ে খোঁজার পর ছেলেকে না পেয়ে সাভারের আশুলিয়া থানায় জিডি করতে গেলে আশুলিয়া থানা তাদের জানায়, নূর কালিয়াকৈর থানায় ওসির হেফাজতে আছে। এমনকি তাদের দ্রুত কালিয়াকৈর থানায় যেতে বলেন। আশুলিয়া থানার কথামতো তারা কালিয়াকৈর থানায় এসে ছেলেকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।
নূরের মা রূপালী বেগম বলেন, আমার ছেলেকে খুঁজে পাওয়ায় কালিয়াকৈর থানার সকল অফিসার কে অন্তর থেকে অনেক দোয়া করি। বিশেষ করে ওসি স্যারের প্রতি আমার দোয়া রইল, আমি নামাজ পড়ে তার জন্য সবসময় দোয়া করব।