গাজীপুরের কালিয়াকৈরে ইভটিজিং এর দায়ে মোঃ আল হাসনাত রিফাত (২২) নামে এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে ওই বখাটে যুবক। ছাত্রীটি কান্নাকাটি করে শ্রেণি শিক্ষকদের জানালে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় বখাটে যুবককে আটক করে স্কুলে নিয়ে যায়। পরে এসএমসির সভাপতি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালিয়াকৈর থানাকে অবহিত করলে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের শুনানি শেষে অভিযুক্ত ইভটিজার রিফাতকে দন্ড বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। দন্ডপ্রাপ্ত রিফাত দিনাজপুর জেলার পলাশবাড়ী এলাকার মতিয়ার রহমান শাহ’র ছেলে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান মিয়া বিষয়টির দ্রুত ব্যবস্থা নেয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান এবং নির্বাহী কর্মকর্তা বলেন, সমাজ থেকে ইভটিজিং এবং মাদক নির্মুলে নিয়মিত মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।