রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে ত্রিমুখী সংঘর্ষে তিনশিশু পুলিশ সদস্যসহ আহত -৯
/ ৩৫২ Time View
Update : রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৫:৪৪ পূর্বাহ্ন


গাজীপুরে শ্রীপুরে সিএনজি, বেচারী চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় শিশু ও এক পুলিশ সদস্যসহ নয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের বেকাশহরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের দুলাল মিয়ার ছেলে মামুন (৩৫), তিনি ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত রয়েছেন। টেপিরবাড়ী গ্রামের শ্রাবন্তী (৩৫), শিশু আনাস (০২), ফজিলা (৪০), ওয়াসিব (০২) শহিদ (৪০), ইমন (১০) এছাড়াও অজ্ঞাত নামা নারী আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. আলমগীর হোসেন জানান, মাওনা বরমী আঞ্চলিক সড়কের বেকাশহরা নামক স্থানে দ্রুত গতির একটি মোটরসাইকেল ও সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এই সময় দ্রুত গতির একটি অটোরিকশা দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও সিএনজির সাথে সংঘর্ষ হয়। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলেও অটো চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যান।

সিএনজির যাত্রী ফজিলা জানান, স্বামী, সন্তান ও নাতিকে নিয়ে সিএনজি যোগে পাগলা থানার নিজ বাড়ীতে যাচ্ছিলেন। দূর্ঘটনার সময় কুলে থাকা ২ বৎসরের ওয়াসিমকে রক্ষা করতে পাশের খেতের পানিতে ছুড়ে ফেলেন। এতে ওয়াসিম আহত হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আসমাউল হুসনা বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দূর্ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. আজিজুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page