গাজীপুরের শ্রীপুরে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১।
বৃহস্পতিবার ৪ আগস্ট রাত সাড়ে আটটার দিকে উপজেলার জৈনাবাজার থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত হল, রাজশাহী জেলার দুর্গাপুর থানার শালগড়িয়া গ্রামের মৃত তাহের মোল্লার ছেলে মোঃ নাজমুল (৪৩) একই জেলার বিলপুকুর থানার ভাংরা এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ মমিন আলী(২৫)।
এ ঘটনায় র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর একটি আভিজনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় কুমিল্লা থেকে ট্রাকে করে একটি গাজার চালান গাজীপুর হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার জৈনাবাজার এলাকায় শাহাবুদ্দিন সুপার মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা নগদ ১৭ হাজার টাকা দুইটি মোবাইল ফোন ও মাদকের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দেশের সীমান্ত এলাকা থেকে গাঁজার বড় বড় চালান এনে গাজীপুরসহ বিভিন্ন জেলায় খুচরা এবং পাইকারি ক্রয় বিক্রয় করতো।