গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থী মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে। ৫০০ টাকা নোটের একটি বাণ্ডেল হাতে নিয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কিনছেন, এমন ছবি এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরালও হয়েছে।এবার তিনি আপেল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে ওই ৮ নং ওয়ার্ডের একাধিক মেম্বার প্রার্থীর সঙ্গে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে জানান, মোশারফ হোসেন বিভিন্ন এলাকায় প্রকাশ্যে টাকা বিতরণ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়-ভীতিসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে জানালে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
এ বিষয়ে অভিযুক্ত মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, টাকা বিতরণের কথা অস্বীকার করেন। তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তিনি কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বলছে, কোনভাবেই আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই। টাকা দেয়ার ব্যাপারে এখনও তার কাছে কোনো অভিযোগ আসেনি। তবে লিখিত অভিযোগ পেলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
আগামী ১৫ই জুন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।