পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মালিবাগে আজ (৩ জুন) দুপুরে নবগঠিত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করায় নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এর পূর্বে (৩১মে) মঙ্গলবার সন্ধ্যায় উক্ত কমিটিকে অনুমোদনদেন সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব।
সৌজন্য সাক্ষাত কালে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলনের কালিয়াকৈর উপজেলার সভাপতি ও দৈনিক অধিকারের কালিয়াকৈর প্রতিনিধি মোঃ- আফসার খাঁন, সাধারণ সম্পাদক ও দৈনিক ডাকার ডাকের কালিয়াকৈর প্রতিনিধি মফিজুল ইসলাম রায়হান, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সবুজ খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ, সহ সভাপতি মির্জা আনোয়ার পারভেজসহ সবুজ আন্দোলনের সদস্যবৃন্দ।
এ সময় কালিয়াকৈর উপজেলায় সংগঠনের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচী, নদীর দখল ও দূষণ রোধে জনসচেতনতা তৈরি, বিনামূল্যে অসহায় ও দরিদ্র কৃষকদের মাঝে বীজ বিতরণ, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প স্থাপন ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
পরে কালিয়াকৈর উপজেলা কমিটির হাতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সর্দার ও মহাসচিবের স্বাক্ষরিত, অনুমতি সকল প্রকার কাগজপত্র, লিফলেট, ফেস্টুন প্রদান করেন।